সন্ধ্যা ৬টা ৩০ মি, ২৫ এপ্রিল, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, ঢাকা
ছন্দা চক্রবর্তীর একক সংগীতসন্ধ্যা
ঢাকার গুলশানে অবস্থিত ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে ২৫ এপ্রিল বসছে নজরুল সংগীতশিল্পী ছন্দা চক্রবর্তীর অংশ গ্রহণে সংগীতের আসর। নজরুল সংগীতের পাশপাশি তিনি পুরনো বাংলা গান, রাগপ্রধান গান পরিবেশন করে থাকেন। ২৫ এপ্রিল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিতব্য এই আসর সকলের জন্য উন্মুক্ত থাকবে।
শিল্পী ছন্দা চক্রবর্ত্তীর পড়াশুনা ও সংগীত শিক্ষা গাইবন্ধায় শুরু। চাকুরীসূত্রে বদলীর কারনে ছন্দার বাবা টাঙ্গাইলে চলে আসেন এবং টাঙ্গাইলেই শিল্পী ছন্দা চক্রবর্ত্তীর সঙ্গীত ও শিক্ষার হাতেখড়ি হয়। সংগীতের গুরু ওস্তাদ আনন্দ চক্রবর্ত্তীর নিকট দীর্ঘ আট বছর রাগ সংগীতের উপর শিক্ষা লাভ করেন তিনি। ছন্দা চক্রবর্তী উচ্চতর পড়াশোনা করেছেন প্রাণিবিদ্যার ওপর। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগীতের ওপর এমফিল করছেন।
সাতদিন/এমজেড