২৫ এপ্রিল থেকে ৯ মে, ইএমকে সেন্টার, ঢাকা

পিযুষ কান্তী সরকারের একক চিত্রপ্রদর্শনী


ঢাকার ধানমণ্ডিতে অবস্থিত ইএমকে সেন্টারে ২৫ এপ্রিল বিকাল ৪টা ৩০ মিনিটে উদ্বোধন করা হবে শিল্পী পিযুষ কান্তী সরকারের একক চিত্রপ্রদর্শনী ‘ইনার ওয়ার্ড’। উদ্বোধন শেষে প্রদর্শনীটি ৯ মে পর্যন্ত চলবে। প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।


পিযুষ সরকারের পেইন্টিং বিমূর্ত ও বাস্তবের মাঝামাঝি এক জগত উন্মুক্ত করে। তাঁর উপর শিল্পী রেনে ম্যাগ্রিট-এর প্রভাব রয়েছে বলে অনেকে ধারণা করেন। তিনি প্রাকৃতিক দৃশ্যকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা চালিয়েছেন সাম্প্রতিক বছরগুলোতে।

প্রদর্শনীটি যৌথভাবে উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক সৈয়দ আবুল বারাক আলভী এবং শিল্প সংগ্রাহক ও ডিজাইনার নুরজাহান সোলায়মান আজানী।

সাতদিন/এমজেড

২৫ এপ্রিল ২০১৫

প্রদর্শনী

 >  Last ›