রাত ৮টা, ৫ জুন, এসএটিভি
ফোকবক্সের অতিথি নিশিতা বড়ুয়া
প্রযোজনা: কামরুজ্জামান রঞ্জু
নিশিতা বড়ুয়া ক্লোজআপ ওয়ান ২০০৬ এর দ্বিতীয় রানারআপ।নিশিতার জন্ম তার কুমিল্লায়। সেখানেই সঙ্গীত শিক্ষার হাতেখড়ি। শ্রাবণী হালদারের কাছে চার বছর বয়স থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত তালিম নিয়েছেন। এরপর চট্টগ্রামে ওস্তাদ মিহির লালের কাছে বেশ কয়েক বছর তালিম নেন তিনি। নিশিতা চট্টগ্রামের ইন্ডিপেন্ডেন্ট ইউনিভারসিটি অব বাংলাদেশ হতে মার্কেটিং বিষয়ে ব্যাচেলার অব বিজনেস এডমিনিস্ট্রেশন ডিগ্রী লাভ করেছেন। গান পরিবেশনের পাশাপাশি তিনি বর্তমানে টিভি এবং রেডিওতে উপস্থাপিকা হিসাবেও কাজ করছেন। প্লেব্যাকসহ বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন। তার প্রথম একক অ্যালবাম 'আমায় নিয়ে চল’। তিনি আসছেন এসএ টেলিভিশনের গানের অনুষ্ঠান ‘ফোক ফিউশন:ফোকবক্স’-এর অতিথি হয়ে।
লোকসংগীত বাংলার চিরায়ত একটি গানের ধারা। আমাদের দেশের সংস্কৃতির বড় একটি অংশ জুড়ে আছে লোকসংগীত ও বাউল গান। লোকগান নিয়ে এসএ টিভি’র ভিন্ন স্বাদের আয়োজন ফিউশন ধর্মী অনুষ্ঠান ‘ফোক বক্স’। অনুষ্ঠানের প্রত্যেক পর্বে একজন লোকসংগীতশিল্পী থাকেন যিনি ফোক সঙ্গীতকে ভিন্ন ধারায় আধুনিক যন্ত্রের সংমিশ্রনে উপস্থাপন করেন দর্শকদের মাঝে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কামরুজ্জামান রঞ্জু। অনুষ্ঠানটি এসএ টেলিভিশনে প্রচারিত হয় প্রতি শুক্রবার রাত ৮টায়।
সাতদিন/এমজেড