বিকেল ৩টা, ২৪ এপ্রিল, চ্যানেল নাইন

ভুতোগ্রাফারস

রচনা: মনোয়ার কবীর
পরিচালনা: আরিফ এ আহ্নাফ
অভিনয়: অপর্না, মনজুর ই মওলা, মনোয়ার কবীর ও নাইম, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, মুনমুন, রাখী, অর্পূব মজুমদার

তিন বন্ধু সাকিব, সুমন ও রিতু। তারা একটি টেলিভিশন চ্যানেলে কাজ করে। সেই চ্যানেলে নতুন একটি প্রোগ্রাম হচ্ছে ভূতের খোঁজ নামে। এই ভূতের খোঁজে প্রোগ্রামের জন্য তারা একটি পুরনো পড়ে থাকা পোড়োবাড়িতে যায়। সেই পোড়ো বাড়িতে ভূতের খোঁজে এসে তারা নিজেরাই পড়ে যায় ভৌতিক ঘটনার কবলে এবং ঘটতে থাকে একের পর এক ভৌতিক ঘটনা। মনোয়ার কবীরের রচনায় ভুতোগ্রাফারস টেলিফিল্মটি পরিচালনা করেছেন আরিফ এ আহ্নাফ। বিভিন্ন চিরত্রে অভিনয় করেছেন_ অপর্না, মনজুর ই মওলা, মনোয়ার কবীর ও নাইম। অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, মুনমুন, রাখী, অর্পূব মজুমদার।

২৪ এপ্রিল ২০১৫

নাটক

 >  Last ›