সন্ধ্যা ৬টা ৪৫ মি, ২৪ এপ্রিল, এনটিভি

বন্ধু তোমারই খোঁজে’র অতিথি

ক্রিকেটার মোহাম্মদ রফিক

উপস্থাপনা: ইভান
পরিকল্পনা ও প্রযোজনা: জাহাঙ্গীর চৌধুরী


ভীন্নধর্মী এক আড্ডার অনুষ্ঠান ‘বন্ধু তোমারই খোঁজে’ যার প্রতিটি পর্বে একজন বরেণ্য ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়। উপস্থাপকের সাথে কথপোকথনে বেরিয়ে আসে আমন্ত্রিত অতিথির অতিত জীবনের ঘনিষ্ট বন্ধুদের গল্প। সেই সব বন্ধুরা যাদের’কে ছাড়া অতিথির জীবন হয়তো অপূর্ণ থেকে যেত কিন্তু তাদের সাথে দেখা নেই বহু দীন ধরে। অনুষ্ঠানের এক পর্যায়ে আমন্ত্রিত বরেণ্য ব্যক্তির এমনই এক ঘনিষ্ট বন্ধুকে হাজির করা হয় যার সাথে অতিথির দীর্ঘ দিন যোগাযোগ নেই। এভাবেই জমে উঠে এক প্রাণবন্ত আড্ডা।


অনুষ্ঠানটির এবারের পর্বের অতিথি হিসেবে থাকছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। সাবেক এই বামহাতী অফ স্পিন বোলার ও মারকুটে ব্যাটসম্যানের একদিনের ক্রিকেটে আভিষেক হয় ১৯৯৫ সালে, ভারতের বিপক্ষে। বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচে তিনি ছিলেন বাংলাদেশ দলের একজন তারকা খেলোয়াড়। মূলত বোলার হিসেবে খেললেও ব্যাট হাতেও ঝড় তুলতেন প্রায়ই। বাংলাদেশের পক্ষে তিনি একদিনের ম্যাচে ইনিংস সূচনাও করেছেন। টেস্টে তাঁর একটি শতরানের ইনিংসও রয়েছে। টেস্টে তাঁর উইকেট সংখ্যা ১০০টি এবং একদিনের খেলায় ১২৫টি।

সাতদিন/এমজেড

২৪ এপ্রিল ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›