রাত ৮টা, ২৪ এপ্রিল, বৈশাখী টেলিভিশন
নায়িকার মায়েদের গল্প নিয়ে
আন্টি ম্যাডাম
রচনা: পলাশ মাহবুব
পরিচালনা: লিটু সোলায়মান
অভিনয়: মুনিরা মিঠু, জাহিদ হোসেন শোভন, হাসিন রওশন, সাব্বির
সিনেমার উঠতি নায়িকা তন্দ্রা। নায়িকা যত না হিট, তার চেয়ে বেশি হট নায়িকার মা। শুটিং স্পটে নায়িকার মায়ের যন্ত্রণায় অস্থির সবাই। স্পটের একজন তাকে আন্টি বলায় ভীষণ মাইন্ড করেন। ঘোষণা দেন তাকে ম্যাডাম ডাকতে হবে। সেই থেকে তার নাম হয়ে যায় আন্টি ম্যাডাম।
ছবির পরিচালকের প্রথম ছবি এটি। এর আগে দীর্ঘদিন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন। ছবির প্রযোজক এবার তাকে ব্রেক দিয়েছেন। ব্রেক ফেল হওয়ার ভয়ে পরিচালক তাই সবসময় অস্থির থাকেন। আন্টি ম্যাডাম নতুন পরিচালককে নায়িকার খাবারের একটি মেন্যু ধরিয়ে দেয়। তালিকা অনুযায়ী খাবার মেলাতে গিয়ে হিমশিম খায় প্রোডাকশন টিম। কারণ গাছপাকা পেঁপে পাওয়া গেলেও থানকুনি পাতার রস ম্যানেজ করা যায় না। এভাবে এগিয়ে যায় ‘আন্টি ম্যাডাম’ নাটকের গল্প। পলাশ মাহবুবের রচনায় এটি পরিচালনা করেছেন লিটু সোলায়মান। আন্টি ম্যাডাম চরিত্রে অভিনয় করেছেন মুনিরা মিঠু। এছাড়া আরো অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, হাসিন রওশন, সাব্বির প্রমুখ।