সকাল ৮টা ১৫মি, ২৫ এপ্রিল, বৈশাখী
সময় কাটুক গানে গানে অনুষ্ঠানে
ব্যান্ডদল-ডিফারেন্ট টাচ
উপস্থাপনা: জিনাত সানু স্বাগতা
প্রযোজনা: রবিউল হাসান সুজন
‘সময় কাটুক গানে গানে’ সরাসরি সম্প্রচারিত সঙ্গীতায়োজন। সাপ্তাহিকভাবে প্রতি শুক্রবার রাত ১১ টায় শুর হয়। এ অনুষ্ঠানে সাধারণত জনপ্রিয় এবং প্রথিতযশা শিল্পীবৃন্দ অংশ গ্রহণ করেন। দর্শক টেলিফোনে সরাসরি অনুষ্ঠানে অংশ নিতে পারেন। এছাড়াও এসএমএস এর মাধ্যমে গানের অনুরোধ বা মতামত জানাতে পারেন।সময় কাটুক গানে গানের আজকের পর্বে গান পরিবেশন করবেন ব্যান্ডদল-ডিফারেন্ট টাচ্। প্রযোজনা -রবিউল হাসান সুজন। উপস্থাপনায়-জিনাত সানু স্বাগতা