২৪ এপ্রিল থেকে ৭ মে, আঁলিয়স ফ্রঁসেজ দ্য ঢাকা

লুবনা চর্যা’র প্রথম একক চিত্রপ্রদর্শনী ‘জোনাকী’

রাজধানীর ধানমণ্ডিতে অনস্থিত আঁলিয়স ফ্রঁসেজ দ্য ঢাকার গ্যালারী জুম-এ শুরু হলো শিল্পী লুবনা চর্যা’র প্রথম একক চিত্রপ্রদর্শনী ‘জোনাকী’। প্রদর্শনীর উদ্বোধন করা হয় ২৪ এপ্রিল ২০১৫ থেকে শুরু হওয়া এই প্রদর্শনীতে শিল্পীর প্রায় ১৮টি চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনীটি চলবে ৭ মে ২০১৫ পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন কামাল চৌধুরী, কবি ও সচিব, জনপ্রশাসন মন্ত্রনালয়। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো’র সহম্পাদক এ কে এম জাকারিয়া, এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শংকর সাঁওজাল। আঁলিয়স ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক ব্রুনো প্লাস সম্মানিত অতিথিদের স্বাগত জানান এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

লুবনা চর্যার জন্ম খুলনাতে। পড়াশুনা করেছেন ইংরেজি সাহিত্য নিয়ে। কিন্তু তিনি ছবি আঁকেন এবং নিজের মতো গড়ে নিয়েছেন এক ছবির জগৎ। তাঁর ছবিগুলো তার চিন্তা ভাবনারই প্রতিনিধিত্ব করে। চারপাশের যা কিছু তাকে ভাবায় তাই তিনি আঁকেন এবং শেয়ার করতে চান অন্যদের সাথে। তাঁর স্টাইল, রঙের ট্রিটমেন্ট, কম্পোজিশন একান্তই তাঁর নিজের।

সাতদিন/এমজেড

২৫ এপ্রিল ২০১৫

প্রদর্শনী

 >  Last ›