রাত ৮টা ১৫ মি, বৃহ:স্পতিবার ও শুক্রবার, এনটিভি
ধারাবাহিক নাটক: বিন্দু বিসর্গ
অভিনয় করেছেন- মৌসুমী হামিদ, স্পর্শিয়া, শ্যামল মাওলা, এ্যালেন শুভ্র, আবুল হায়াত
একটি যৌথ পরিবারের গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক বিন্দু বিসর্গ । পরিবারটির দুঃখ, আনন্দ, বেদনার চিরায়ত গল্প ফুটে উঠেছে এই নাটকে। গল্পের মানুষগুলো কেউই সেই অর্থে খারাপ নয়। প্রত্যেকটি মানুষের একটি সুন্দর মন রয়েছে। হয়তো কখনো তীব্র হাসির ঘটনা ঘটবে আবার হয়তো বেদনায় সিক্ত হবে দর্শকদের হৃদয়। বাড়ীর মানুষগুলো একেবারেই যেন আমাদের যে কোন সাধারন মানুষের মতো।’
এনটিভিতে রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘বিন্দু বিসর্গ’। নাটকটি প্রতি সপ্তাহের বৃহ:স্পতিবার ও শুক্রবার প্রচার হচ্ছে। অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় এই নাটকটিতে অভিনয় করেছেন- মৌসুমী হামিদ, স্পর্শিয়া, শ্যামল মাওলা, এ্যালেন শুভ্র, আবুল হায়াত, রাইসুল ইসলাম আসাদ, এস এম মহসিন, আব্দুল কাদের, লায়লা হাসান, গীতশ্রী চৌধুরী, শিল্পী সরকার অপু, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, শাহ আলম দুলাল, দ্বিপক সুমন, টুনটুনি প্রমূখ।