সকাল ৮টা ১৫মি, ২৬ এপ্রিল, বৈশাখী টেলিভিশন
মিউজিক ট্রেন এ বাদশা বুলবুল
প্রযোজনা: এস আর রোমেল
উপস্থাপনা: সানিয়া সুলতানা লিজা
গান নিয়ে সরাসরি আড্ডার অনুষ্ঠান ‘মিউজিক ট্রেন’। প্রতিটি পর্বে এ প্রজন্মের একজন করে সঙ্গীতশিল্পী উপস্থিত থাকেন। মিউজিক ট্রেন এ আজকের অতিথি জনপ্রিয় কণ্ঠশিল্পী বাদশা বুলবুল। দীর্ঘ দিন ধরে তিনি বাংলাদেশের সংগীত জগতে বিচরণ করছেন এবং জনপ্রিয়তা ধরে রেখেছেন। তাঁর বিখ্যাত কিছু গানের মধ্যে আছে, 'যে আমায় দুঃখ দিল', 'সেই কৃষ্ণচূড়ার গাছ আজো মরেনি', 'জনম জনম তপস্যায় থাকি', 'আমার মন ভেঙ্গে গেল এতো মানুষ দেখি তোমাকে দেখি না', 'এমন যেন না হয়', 'আমায় লোকজনেরা কয় দু'জনার মন আজ দুই প্রান্তে', 'যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা'।
এস আর রোমেল-এর প্রযোজনায় আনুষ্ঠানটি উপস্থাপনা করছেন সানিয়া সুলতানা লিজা।
সাতদিন/এমজেড