রাত ৮টা ১৫মি, বাংলাভিশন

ধারাবাহিক নাটক: নন স্টপ

রচনা: সৈয়দ জিয়া উদ্দিন
পরিচালনা: সাজ্জাদ সুমন
অভিনয়: আনিসুর রহমান মিলন, চঞ্চল চৌধুরী, কুসুম শিকদার, সুজানা

শহরের মধ্যবিত্ত পরিবারের সাদামাটা মানুষের গল্পকে হাস্যরসের মাধ্যমে রঙ্গিন করার গল্প ‘নন স্টপ’। সংগ্রাম ও সমস্যা প্রত্যেকের জীবনের অংশ। এই শত সমস্যার মাঝেও ইচ্ছে করলেই যে আমরা আরো বেশি কিছু হাসি এবং আনন্দ বাস্তবতা থেকে কেড়ে নিতে পারি, তাই বলা হয়েছে নাটক ‘নন স্টপ’-এ।

সৈয়দ জিয়া উদ্দিন-এর রচনা ও সাজ্জাদ সুমন-এর পরিচালনায় ‘নন স্টপ’ বাংলাভিশনে প্রচারিত হবে প্রতি সপ্তাহে রবি ও সোমবার রাত ৮টা ১৫মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আনিসুর রহমান মিলন, চঞ্চল চৌধুরী, কুসুম শিকদার, তানিয়া হোসাইন, সুজানা, শামস সুমন, ডা এজাজ, ফারুখ আহমেদ, সাবেরী আলম, রিফাত চৌধুরী, মিলন ভট্রাচার্য, শামীম, সানজিদা তন্ময়, জামিল, আনন্দ, শাহ নেওয়াজ রিপন, নান্নু, হাফিজ প্রমুখ।

সাতদিন/এমজেড

৩১ মে ২০১৫

নাটক

 >  Last ›