রাত ৯টা ৫০মি, ২৫ এপ্রিল, চ্যানেল আই
একাদশ বছরের হৃদয়ে মাটি ও মানুষের উদ্যোগে
কৃষি বাজেট কৃষকের বাজেট
চ্যানেল আই-এর কৃষি বিষয়ক কার্যক্রম হৃদয়ে মাটি ও মানুষের উদ্যোগে এবার এগারো বছরের মতো অনুষ্ঠিত হচ্ছে কৃষি বাজেট কৃষকের বাজেট। জাতীয় বাজেটে কৃষকের প্রত্যাশা, অধিকার ও চাহিদার সঙ্গে প্রাপ্তির একটি হিসাব কষতেই প্রতি বছর চলে আসছে এই কার্যক্রম। দেশের অর্থনীতিতে কৃষি ও কৃষকের অবদানকে সুনির্দিষ্ট করতে এবং কৃষককে অধিকার সচেতন করতে কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের এ অনুষ্ঠান রেখেছে যুগান্তকারী ভূমিকা।
২০০৫ সাল থেকে শুরু হয় কৃষি বাজেট কৃষকের বাজেট। প্রথম বছর এই কাজটি সীমাবদ্ধ রাখা হয় কৃষকদের বাজেট সম্পর্কিত ধারণা জরীপের মধ্যে। ২০০৬ সাল থেকে শুরু করা হয় তৃণমূল পর্যায়ে খোলামেলা বাজেট আলোচনা ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’। সে বছর থেকেই এর সঙ্গেস যুক্ত করা হয় দেশের খ্যাতিমান অর্থনীতিবিদদের। প্রথম বছর দেশের চারটি স্থানে প্রায় আট হাজার কৃষকের আলোচনা ও প্রকাশ্য জরীপের মধ্য দিয়ে দেখা যায় দেশের মাত্র ১ শতাংশ কৃষক বাজেট সম্পর্কে সামান্য ধারণা রাখেন। কিন্তু কৃষিখাতে তাদের বরাদ্দ ও প্রাপ্তি-অপ্রাপ্তি সম্পর্কে তাদের ধারণা তখনও অস্পষ্ট। সে বছর থেকেই চলতে থাকে প্রান্তিক পর্যায়ে প্রাক-বাজেট আলোচনার রেওয়াজ, যা মূলত একটি সরেজমিন ও বৈঠকি জরিপ কাজ এবং প্রকাশ্য আলোচনা। মুক্ত আকাশের নীচে কয়েক হাজার কৃষকের মুখ থেকে তার সমস্যাটি তা সামগ্রিক কৃষির সমস্যা, সংকট, প্রাপ্তি-অপ্রাপ্তি, চাহিদা ইত্যাদি বের করে আনার একটি প্রয়াস। রাষ্ট্রীয় নীতি, পরিকল্পনা ও অর্থনৈতিক বিবরণীতে কৃষকের এই বাস্তবসম্মত চিন্তা, সুপারিশ, বঞ্চনা ইত্যাদি উঠে আসুক, এই প্রত্যাশায় দিনের পর দিন এই কাজের সঙ্গে যুক্ত করা হয় দেশের কৃতি অর্থনীতিবিদদের। ২০০৭ সাল থেকে যুক্ত করা হয় রাষ্ট্রের কৃষি ও এর সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রী পরিষদের সদস্যদের। একই সঙ্গে উদ্যোগ নেয়া হয় জাতীয় বাজেটের আগে সরকারের কাছে কৃষকদের মাঠ পর্যায়ের এই কণ্ঠস্বর লিখিত সুপারিশ ও প্রস্তাবনা আকারে সরকারের কাছে পেশ করার। ২০০৬ সাল থেকে সরকারের অর্থমন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রীর মাধ্যমে ওই সুপারিশমালা তুলে ধরা হচ্ছে সরকারের কাছে। এবার দশমবারের মতো হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানের পক্ষ থেকে কৃষকের দাবি, চাহিদা ও প্রত্যাশা তুলে ধরে সুপারিশমালা প্রদান করা হবে সরকারের কাছে। এবার কৃষি বাজেট অনুষ্ঠিত হচ্ছে পঞ্চগড়, রংপুর, টাগাইলসহ দেশের পাঁচটি জেলায়। অতিথি হিসেবে অংশ নেবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ। ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’ হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে প্রচার হবে ২৫ এপ্রিল রাত ৯.৫০ মিনিটে পঞ্চগড়ের কৃষকদের প্রাপ্তি ও প্রত্যাশার চিত্র নিয়ে। এ পর্বে অংশ নিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।