সন্ধ্যা ৬টা, ২৭ এপ্রিল, ইএমকে সেন্টার, ঢাকা
সত্যজিৎ রায় উৎসবে
প্রদর্শিত হবে ‘অশনি সংকেত’
রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত ইএমকে সেন্টারে চলছে ‘সত্যজিৎ রায় ফেস্ট ২০১৫’ শিরোনামের চলচ্চিত্র উৎসব। এই আয়োজনের অংশ হিসেবে উৎসবের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে সত্যজিৎ রায় পরিচালিত আন্তর্জাতিক অঙ্গনে সাড়া জাগানো চলচ্চিত্র ‘অশনি সংকেত’। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একই নামের উপন্যাস অবম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয় ১৯৭৩ সালে। এতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টপাধ্যায়, ববিতা, সন্ধ্যা রায়, চিত্রা বন্দ্যোপাধ্যায়, পরিতোষ বন্দ্যোপাধ্যায়’সহ আরও অনেকে। অনলাইনে নাম নিবন্ধন করে যে কেউ প্রদর্শনীটি উপভোগ করতে পারেন। অনলাইনে নিবন্ধনের জন্য goo.gl/J6uskd এই ঠিকানায় ভিজিট করতে হবে।
১৯৪৩-৪৪ সালে বৃহত্তর বাংলায় ঘটে যাওয়া ভয়াবহ দুর্ভিক্ষের প্রেক্ষাপটে ‘অশনি সংকেত’-এর কাহিনী আবর্তিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালিন সেনাবাহিনীর জন্য খাবারের জোগান দিতে এবং এই এলাকায় জাপানী সৈন্যদের প্রবেশ ঠেকাতে কৃত্রিমভাবে এই দুর্ভিক্ষ সৃষ্টি করা হয় বলে ধারণা করা হয়। এই সময়ে এক গ্রামে এসে বসবাসরত এক ব্রাহ্মণ ও তার পরিবারের সংগ্রাম, গ্রামের সার্বিক চিত্র, জাত-পাতের সমস্যা ইত্যাদি বিষয় উঠে এসেছে চলচ্চিত্রে। চলচ্চিত্রটি বার্লিন চলচ্চিত্র উৎসব, শিকাগো চলচ্চিত্র উৎসব’সহ বহু উৎসবে পুরষ্কার লাভ করেছে।
সাতদিন/এমজেড