রাত ৯টা ২০ মি, ২৭ এপ্রিল, যমুনা টিভি

চলতে চলতে’র অতিথি

এ টি এম শামসুল হুদা

উপস্থাপনা: মাহফুজুর রহমান মিশু
প্রযোজনা: ফয়সাল আহমেদ


বিভিন্ন ক্ষেত্রের সফল ও বরেণ্য ব্যক্তিবর্গের অংশগ্রহনে আড্ডা-আলোচনার অনুষ্ঠান ‘চলতে চলতে’র এবারের পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা। অনুষ্ঠানে তিনি আসন্ন মেয়র নির্বাচন নিয়ে কথা বলার পাশাপাশি স্মৃতিচারণ করেছেন তাঁর জীবনের গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ঘটনার। সেই সাথে জানিয়েছেন বর্তমান জীবন যাপন ও ভবিষ্যৎ ভাবনা সম্পর্কে।


এ টি এম শামসুল হুদা’র জন্ম ১৯৪৩ সালের ১০ জুলাই, ফরিদপুর জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমএ করার পর যুক্তরাষ্ট্রের সিরাকাস বিশ্ববিদ্যালয়ে গণপ্রশাসনে পিএইচডি সম্পন্ন করেছেন। ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাতদিন/এমজেড

২৭ এপ্রিল ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›