বিকাল ৫টা ৩০মি, ২৯ এপ্রিল, এসএটিভি
বেলাশেষে’র আড্ডায় থাকছেন
দুই নৃত্যশিল্পী সালমা মুন্নি ও কস্তুরী মুখার্জী
উপস্থাপনা: এলিনা শাম্মী
প্রযোজনা: কাজী চপল
এসএ টেলিভিশনের সান্ধ্যকালিন আড্ডার অনুষ্ঠান বেলাশেষে’র অতিথি হিসেবে আসছেন দুই নৃত্যশিল্পী সালমা মুন্নি ও কস্তুরী মুখার্জী। তাঁরা দুজনই বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার কার্য নির্বাহী সদস্য। দুজনই মূলত লোকজ নৃত্য এবং ভরতনাট্যমের শিল্পী। তবে নৃত্যের বিভিন্ন শাখায় তাঁরা বিচরণ করেছেন। এই দুই শিল্পীই বহু নৃত্যনাট্যে অংশ নিয়ে প্রশংসিত হয়েছেন, নৃত্য পরিবেশন করেছেন দেশে-বিদেশে।
‘বেলাশেষে’ অনুষ্ঠানটি কাজী চপলের প্রযোজনায় এসএ টেলিভিশনে প্রচারিত হয় প্রতিদিন বিকাল ৫টা ৩০ মিনিটে। অনুষ্ঠানের এবারের পর্বটি সঞ্চালনা করেছেন এলিনা শাম্মী।
সাতদিন/এমজেড