রাত ৮টা ১৫মি, ২৯ এপ্রিল, এনটিভি

ফুড ক্যারাভানে'র অতিথি সাজু খাদেম

উপস্থাপনা: পিংকী ছেত্রী
রন্ধনশিল্পী: আফিফা আক্তার
পরিচালনা: আবু রায়হান জুয়েল

এনটিভিতে ২৮ এপ্রিল রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে রান্না বিষয়ক অনুষ্ঠান ‘ফুড ক্যারাভান’। আবু রায়হান জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন পিংকী ছেত্রী। অনুষ্ঠানে নিয়মিত রন্ধনশিল্পী হিসেবে থাকছেন আফিফা আক্তার লিটা। অনুষ্ঠানটিকে ৩টি ভাগে ভাগ করা হয়েছে। ফ্যামিলি রেসিপি, সিদ্দিকা কবির’স রেসিপি ও রেস্টুরেন্ট রেসিপি। ফ্যমিলি রেসিপিতে থাকছে আঞ্চলিক, ঐতিহ্যবাহী ও নিত্য-নৈমিত্তিক বৈচিত্রময় বিভিন্ন রান্না।

সিদ্দিকা কবীর’স রেসিপি পর্বটি সাজানো হয়েছে এনটিভিতে প্রচারিত জনপ্রিয় রান্নার অনুষ্ঠান সিদ্দিকা কবীর’স রেসিপির বিভিন্ন রান্না নিয়ে। তাঁর জনপ্রিয় সেই রান্নাগুলোকে এ সময়ের জনপ্রিয় সেলিব্রেটিদের মাধ্যমে পুনঃরায় উপস্থাপন করা হবে। সেলিব্রেটি হিসেবে আজ উপস্থিত থাকবেন জনপ্রিয় অভিনেতা সাজু খাদেম। সর্বশেষ রেস্টুরেন্ট রেসিপি অংশে নির্ধারিত রেস্টুরেন্টের জনপ্রিয় একটি রেসিপি শেফের মাধ্যমে রেস্টুরেন্টের কিচেনেই তৈরি করে দেখানো হবে।

২৯ এপ্রিল ২০১৫

ম্যাগাজিন

 >  Last ›