সন্ধ্যা ৬টা ২০ মি, ২৯ এপ্রিল, এসএটিভি
সন্ধ্যার মেঘমালায় শাকিলা জাফর
প্রযোজনা: কামরুজ্জামান রঞ্জু
সহকারী প্রযোজনা: মনি পাহাড়ী
এসএ টেলিভিশনের বৈঠকী গানের আসর ‘সন্ধ্যার মেঘমালা’। অনুষ্ঠানটির প্রতি পর্বে দেশের এক বা একাধিক গুণী শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানটি এবারের পর্বের অতিথি জনপ্রিয় কন্ঠশিল্পী শাকিলা জাফর।
পাকিস্তানের করাচিতে জন্মগ্রহন করা শাকিলা ১৯৭০ সালে বাংলাদেশে আসেন। ১৯৭৮ সালে বাংলাদেশ বেতারে জাতীয় উচ্চাঙ্গসংগীত প্রতিযোগিতায় প্রথম হয়ে বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। তিন দশকের বেশি সময় ধরে তাঁর গানের জগতে পথ চলা। গেয়েছেন ৬০০-এর বেশি মৌলিক গান।
কারুজ্জামান রঞ্জু’র প্রযোজনায় ‘সন্ধ্যার মেঘমালা’ অনুষ্ঠানটি এসএ টেলিভিশনে প্রচারিত হয় প্রতিদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। অনুষ্ঠানের সহকারী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন মনি পাহাড়ী।
সাতদিন/এমজেড