রাত ১১টা ২৫ মি, ২৯ এপ্রিল, বাংলাভিশন
কিংবদন্তী শিল্পী মান্নাদের গান নিয়ে মিউজিক ক্লাবে আসছেন
আলম আরা মিনু ও বাদশা বুলবুল
প্রযোজনা: নাহিদ আহমেদ বিপ্লব
উপমহাদেশের অন্যতম সংগীতশিল্পী মান্না দে। হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটিসহ বিভিন্ন ভাষায় তিনি সঙ্গীতচর্চা করেছিলেন। তাঁকে হিন্দি গানের ভুবনে সর্বকালের সেরা গায়ক হিসেবে স্বীকার করে থাকেন অনেক সঙ্গীতবোদ্ধা। ১লা মে কিংবদন্তী এ সঙ্গীত শিল্পীর ৯৬ তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’ এর বিশেষ আয়োজনে মান্নাদের গান গাইবেন আলম আরা মিনু ও বাদশা বুলবুল। ২০১৩ সালে ১৩ অক্টোবর পৃথিবী থেকে বিদায় নেন মান্না দে।
‘মিউজিক ক্লাব’-এর এই পর্বটি সরাসরি সম্প্রচারিত হবে ২৯ এপ্রিল রাত ১১টা ২৫মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ বিপ্লব।