প্রকাশনা উৎসব
৬টা ৩০ মি, ২৯ এপ্রিল, গুলশান ক্লাব, ল্যামডা হল, ঢাকা ‘আজি এ বসন্তে’ এর প্রকাশনা উৎসব কণ্ঠশিল্পী: শ্রেয়া গুহঠাকুরতা ও নূরুল ইসলাম জি-সিরিজ প্রকাশিত হতে যাওয়া ওপার বাংলার রবীন্দ্র সঙ্গীতশিল্পী শ্রেয়া গুহঠাকুরতা ও সঙ্গীতশিল্পী নুরুল ইসলামের কন্ঠে এবং আবৃত্তিশিল্পী সামিউল ইসলাম পোলক এর রবীন্দ্র সংকলন অ্যালবাম ‘আজি এ বসন্তে’ এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সৈয়দ মহসীন আলী এম.পি মাননীয় মন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রণালয়, বিশেষ অতিথি হিসেবে থাকবেন কাজী আক্তার উদ্দিন আহমদ মহাপরিচালক, বাংলাদেশ বেতার, গাজী মো: নুরুল কবির- মহাপরিচালক, সমাজ সেবা অধিদপ্তর ও জি-সিরিজ ও অগ্নিবীণা’র কর্ণধার নাজমুল হক ভুঁইয়া। বুধবার, ২৯ এপ্রিল সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে ‘আজি এ বসন্তে' এর প্রকাশনা অনুষ্ঠান গুলশান ক্লাব, ল্যামডা হলে অনুষ্ঠিত হবে। |