A PHP Error was encountered

Severity: Notice

Message: Trying to get property of non-object

Filename: models/sitemodel.php

Line Number: 273

অটিজম সচেতনতার জন্য জলের গানের কনসার্ট | সাতদিন

সন্ধ্যা ৭টা, ৩০ এপ্রিল, শিল্পকলা একাডেমি, ঢাকা

অটিজম সচেতনতার জন্য জলের গানের কনসার্ট

এ সময়ের জনপ্রিয় গানের দল ‘জলের গান’ ঢাকাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অটিজম সচেতনতার জন্য আয়োজিত এক বিশেষ কনসার্টে গান গাইবে। কনসার্টটি যৌথভাবে আয়োজন করেছে পজেটিভ থিংকিং, জলের গান ও শিল্পকলা একাডেমি। এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের মূল শ্রোত ধারার মানুষদেরকে অটিজম বিষয়ে জানার, ভাবার ও করণীও বিষয়ে আগ্রহী করে তোলা। এই কনসার্ট থেকে অর্জিত অর্থ অটিস্টিক শিশুদের জন্য ব্যয় করা হবে। কনসার্টের টিকেট মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। যাত্রার ধানমণ্ডি ও বনানী শাখা এবং দেশালের গুলশান, বনানী, বসুন্ধরা সিটি মার্কেট, আজিজ সুপার মার্কেট, ধানমণ্ডি ও বেইলি রোড শাখায় কনসার্টের টিকেট পাওয়া যাবে।

উল্লেখ্য, ‘জলের গান’ যাত্রা শুরু করে ২০০৬ সালে। ভিন্ন এবং স্বতন্ত্র ধারার গান পরিবেশনের জন্য দলটি অল্প দিনের মধ্যে শ্রোতাদের মন জয় করে। জলের গানের প্রথম অ্যালবাম ‘অতল জলের গান’ প্রকাশিত হয় ২০১৩ সালে। ২০১৪ সালের জুন মাসে দলটির দ্বিতীয় অ্যালবাম ‘পাতালপুরের গান’ প্রকাশিত হয়েছে। জলের গানের এ পর্যন্ত প্রকাশিত সব গান দলটির নিজস্ব ওয়েব সাইট হতে ডাউনলোড করা যাবে।

সাতদিন/এমজেড

৩০ এপ্রিল ২০১৫