সন্ধ্যা ৬টা, ৩০ এপ্রিল, ইএমকে সেন্টার, ঢাকা

সত্যজিৎ রায় উৎসবের শেষ দিনে

প্রদর্শিত হবে ‘অপুর পাঁচালী’


ইএমকে সেন্টারে আয়োজিত ‘সত্যজিৎ রায় ফেস্ট ২০১৫’ শীর্ষক উৎসবের শেষ দিনে প্রদর্শিত হবে কৌশিক গঙ্গোপাধ্যায় নির্মিত চলচ্চিত্র ‘অপুর পাঁচালী’। এতে অভিনয় করেছেন পরমব্রত, পার্নো মিত্র’সহ আরও অনেকে। goo.gl/J6uskd এই ঠিকানায় অনলাইন নাম নিবন্ধনের মাধ্যমে যে কেউ প্রদর্শনীটি উপভোগ করতে পারবেন।


সত্যজিৎ রায় নির্মিত চলচ্চিত্র ‘পথের পাঁচালী’র কেন্দ্রীয় চরিত্র অপু’র ভূমিকায় অভিনয় করেছিলেন শিশুশিল্পী সুবীর ব্যানার্জী। তাঁরই জীবনকে তুলে ধরা হয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় নির্মিত চলচ্চিত্র ‘অপুর পাঁচালী’-তে। চলচ্চিত্রটিতে সুবীর ব্যানার্জীর বাস্তব জীবনের বয়ানের পাশাপাশি উঠে আসে সত্যজিতের চলচ্চিত্রের নানা দৃশ্য। এভাবেই দুই সময়কে সমান্তারালে বাঁধার চেষ্টা করা হয়েছে।

উল্লেখ্য, বিশ্ববিখ্যাত বাঙালি চলচ্চিত্র-নির্মাতা সত্যজিৎ রায়-এর জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইন্টারন্যাশনাল একাডেমি অফ ফিল্ম এন্ড মিডিয়া এবং ইএমকে সেন্টার-এর যৌথ উদ্যোগে এই উৎসব আয়োজিত হয়েছে।

সাতদিন/এমজেড

৩০ এপ্রিল ২০১৫

প্রদর্শনী

 >  Last ›