সকাল ১০টা ২০ মি, ৩০ এপ্রিল, বৈশাখী টেলিভিশন

আলাপ-এর অতিথি শ্রেয়া গুহ ঠাকুরতা

প্রযোজনা: পলাশ মাহবুব
উপস্থাপনা: শান্তা

বৈশাখী টেলিভিশনের নিয়মিত আড্ডার অনুষ্ঠান ‘আলাপ’-এর অতিথি হয়ে আসছেন কলকাতার রবীন্দ্রসংগীতশিল্পী শ্রেয়া গুহ ঠাকুরতা। ভারতের বিখ্যাত সঙ্গীত পরিবারে শ্রেয়ার জন্ম। তার প্রপিতামহ প্রয়াত শুভ গুহ ঠাকুরতা প্রতিষ্ঠাতা করেছেন রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘গীতবিতান ও দৰিণী’। শ্রেয়া রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রয়াত সুচিত্রা মিত্র ও কণিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে রবীন্দ্রসঙ্গীতে তালিম নেন। তিনি বর্তমানে সঙ্গীতে তালিম নিচ্ছেন 'দক্ষিণী'র অধ্যক্ষ শুদেব গুহ ঠাকুরতার কাছে। শ্রেয়া ভারত, বাংলাদেশ, আমেরিকা, লন্ডন, ফ্রান্স ও জার্মানিসহ পৃথিবীর বিভিন্ন দেশে সঙ্গীত পরিবেশন করেছেন।

পলাশ মাহবুবের প্রযোজনায় ‘আলাপ’ প্রচারিত হয় সপ্তাহের প্রতি রবি থেকে বৃহষ্পতিবার। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন শান্তা।

সাতদিন/এমজেড

৩০ এপ্রিল ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›