রাত ৯টা ৩০ মি, ৩০ এপ্রিল, এসএটিভি
স্টার লাইন রান্নাঘর-এর অতিথি
অরুণা বিশ্বাস
প্রযোজনা: আবু জাফর রায়হান
১৯৮৬ সালে ‘চাপাডাঙার বউ’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়েই রূপালী পর্দায় যাত্রা শুরু করেছিলেন অরুণা বিশ্বাস। টানা এক যুগ ধরে শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। মাঝখানে বেশ কিছুদিন প্রবাসে থাকার কারণে তিনি অভিনয় থেকে দূরে ছিলেন। বর্তমানে তিনি অভিনয় জগতে আবার নিয়মিত হয়েছেন। তিনি এখন বড় পর্দার পাশা[আশি ছোট পর্দায়ও কাজ করছেন। এসএ টেলিভিশনের রান্না বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ‘স্টার লাইন রান্না ঘর’-এর অতিথি হয়ে আসছেন তিনি।
অনুষ্ঠানে তাঁর সাথে অংশ নেবেন একজন শিক্ষানবিশ। তাদের কোন একটি বিশেষ খাবার রান্না, রন্ধন প্রনালী এবং ঐ খাবারের পুষ্টিগুণ ও অন্যান্য বিষয় উঠে আসবে এ অনুষ্ঠানে। প্রতিটি পর্বে দুটি করে রেসিপি থাকবে। একটি ওভেনে তৈরি করা হবে অন্যটি চুলায় রান্না করা হবে।
‘স্টার লাইন রান্নাঘর’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আবু জাফর রায়হান।
সাতদিন/এমজেড