রাত ১১ টা ২০ মি, ৩০ এপ্রিল, আরটিভি
মিউজিক স্টেশনে সরাসরি গাইবে
শিরোনামহীন
প্রযোজনা: শাহ আমীর খসরু
উপস্থাপনা: শ্রাবণ্য
১৯৯৬ সালে যাত্রা করে ব্যান্ড শিরোনামহীন। তাদের প্রথম এলবাম জাহাজী রিলিজ পায় ২০০৪ সালে। এই পর্যন্ত শিরোনামহীনের ৫ টি অডিও এলবাম প্রকাশ হয়েছে। ব্যান্ডটির বর্তমান সদস্যরা হলেন জিয়াউর রহমান জিয়া(বেজ এবং কম্পোজ), তানযির তুহিন (ভোকাল), দিয়াত খান (গিটার), আহমেদ সাফিন (ড্রামস), রাসেল কবীর (কি-বোর্ড)।
জনপ্রিয় এ ব্যান্ডদল শিরোনামহীন এবার গাইতে আসছেন আরটিভির নিয়মিত লাইভ স্টুডিও কনর্সাট ‘মিউজিক স্টেশন’ এ । তাঁরা শ্রোতাদের পছন্দ সহ নিজেদের পছন্দেরও গান করবেন মিউজিক স্টেশনে।
এ অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে দর্শকদের সঙ্গে ফোনে সরাসরি আড্ডা দিবেন। শোনাবেন দর্শকদের পছন্দের গান। কথা বলবেন বাংলা ব্যান্ড সংগীতের নানা বিষয় নিয়ে।
মিউজিক স্টেশন প্রচারিত হবে ৩০ এপ্রিল বৃহস্পতিবার রাত ১১ টা ২০ মিনিটে আরটিভিতে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মডেল- উপস্থাপিকা শ্রাবণ্য ও প্রযোজনা করেছেন শাহ আমীর খসরু।