দুপুর ৩টা ১০ মি, এনটিভি
বিরতিহীন নাটক: ধূপছায়া
রচনা ও পরিচালনা: এজাজ মুন্না
অভিনয়: মম, প্রভা
একটি পরিবারকে ঘিরে আবর্তিত হয় নাটক ‘ধূপছায়া’র গল্প। পরিবারে নানা রকম জটিলতা তৈরি হয়েছে। নিজেদের পারিবারিক প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে দিয়ে নাটকের প্রধান চরিত্র এমন এক প্রতিষ্ঠানে যোগ দিয়েছে যাদের সাথে রয়েছে তাদের পরিবারের অনেক দিনের বিরোধ।
এজাজ মুন্না’র রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন জাকিয় বারি মম, প্রভা’সহ আরও অনেকে।
সাতদিন/এমজেড