সকাল ১১টা, ৬ জুন, দেশ টিভি

বিরতিহীন নাটক

দ্বিতীয় প্রেমের গল্প

অভিনয়: মৌসুমী বিশ্বাস, শোয়েব
রচনা: জিনাত হোসেন যূথী
পরিচালনা: ওয়াহিদ ইকবাল মার্শাল


অহনা বিয়ের কিছুদিন পরই উচ্চশিক্ষা নিতে বিদেশ চলে যায়। সংসার জীবনে পা রাখতে না রাখতেই স্বামী-সংসারের সঙ্গে দূরত্ব। দুবছরের দূরত্বে তাদের ভালোবাসার মাঝে অন্যকেউ এসে দাঁড়িয়েছে। দুবছরে তার স্বামী অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেছে। সাবিত ফটোগ্রাফার। ভালোবেসেই বিয়ে করেছিল অরুকে। সাবিতের কর্মস্থান লন্ডনেই সংসার শুরু করে তারা। কিন্তু ভুলবোঝাবুঝির কারণে সে সম্পর্কেও ফাটল ধরে একসময়। সম্পর্কের টানাপড়েনের শেষ সিদ্ধান্ত বিবাহ বিচ্ছেদ। এ মুহূর্তে দুজনের সঙ্গে দেখা হয় দুজনের, অহনা ও সাবিতের। একে একে বের হয়ে আসে দুজনের সুখ-দুঃখ আর ব্যর্থ ভালোবাসার গল্প। ভিন্ন জায়গার দুজন মানুষের এ পরিচয় একটা অভিন্নতায় রূপ নেয় এক সময়। ব্যর্থ ভালোবাসা আর অপেক্ষার প্রহর শেষে নতুন এক গল্পের সূচনা, ইলেক্ট্রনিক কমিউনিকেশনে দুজন দুজনকে আরো ভালোভাবে বুঝতে শুরু করে, আর এভাবেই রচিত হয় একটি নতুন গল্প 'দ্বিতীয় প্রেমের গল্প'।


জিনাত হোসেন যূথীর রচনা ও ওয়াহিদ ইকবাল মার্শালের পরিচালনায় 'দ্বিতীয় প্রেমের গল্প' নাটকে অভিনয় করেছেন মৌসুমী বিশ্বাস, শোয়েব প্রমুখ।

৬ জুন ২০১৫

নাটক

 >  Last ›