সকাল ১০টা, ১ মে, কেন্দ্রীয় শহীদ মিনার ও শিল্পকলা একাডেমি, ঢাকা
মে দিবসে আরণ্যক নাট্যদলের দিনব্যাপী নাটক মঞ্চায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দেশের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন আরণ্যক নাট্যদল মহান মে দিবস উপলক্ষে দিনব্যাপী দুই পর্বে নাটক মঞ্চায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এই আয়োজনের প্রথম পর্ব শুরু হবে ১ মে সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে। এই পর্বে ‘মূর্খ লোকের মূর্খ কথা’ ও ‘আগুনের জবানবন্দী’ শিরোনামের দুটি পথ-নাটক মঞ্চস্থ হবে। এ ছাড়া থাকছে সংগীত পরিবেশনা, কবিতা আবৃত্তি এবং কবি-কন্ঠে কবিতা পাঠের আসর। আয়োজনের দ্বিতীয় পর্ব শুরু হবে সন্ধ্যা ৭টায়। এই পর্বে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ মিলনায়তনে নাটক ‘রাঢ়াঙ’ মঞ্চস্থ হবে। প্রথম পর্বের আয়োজন সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং দ্বিতীয় পর্বের আয়োজন দর্শনীর বিনিময়ে যে কেউ উপভোগ করতে পারবেন।
পূর্ণাঙ্গ সূচি:
প্রথম পর্ব
সময়ঃ সকাল ১০টা
স্থানঃ কেন্দ্রিয় শহীদ মিনার
# সংগীত
# নাটকঃ মূর্খ লোকের মূর্খ কথা
# কবি কণ্ঠে কবিতা পাঠ
# আবৃত্তি
# নাটকঃ আগুনের জবানবন্দী
দ্বিতীয় পর্ব
সন্ধ্যা ৭টা
পরীক্ষণ মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমী
# নাটকঃ রাড়াঙ (দর্শনীর বিনিময়ে)
সাতদিন/এমজেড