বিকাল ৫টা ৩০ মি, ১ মে, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা
গীতিনাট্য: জনম দুঃখী মা
পরিবেশনায়: থিয়েটার আর্ট ইউনিট
গীতিনাট্য ‘জনম দুঃখী মা’-এর কাহিনী আবর্তিত হয়েছে একজন মায়ের জীবনকে ঘিরে। মায়ের ছিলো তিনটি ছেলের মধ্যে বড় জন মুক্তিযুদ্ধের সময় রাজাকারদের হাতে শহীদ হয়। দ্বিতীয় ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় রাজাকারদেরই উত্তরসুরী ছাত্র শিবিরের হাতে নিহত হয়। স্বাধীনতার ৪ দশক পরে এসেও মায়ের মনে প্রশ্ন জাগে তার শেষ সন্তানটিও কি তবে ধর্মান্ধ সাম্প্রদায়িক দানবের শিকার হবে? এমনই এক প্রশ্ন তুলে ধরে নাটকটি।
গীতিনাট্যটি রচনা ও সুরারোপে রয়েছেন এস এম সোলায়মান। নির্দেশনায় থাকছেন মোহাম্মদ বারী। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইদুর রহমান সোহেল, তানিয়া চৌধুরী শিল্পী, মাহফুজ, আসিফ মামুর পাইলট, রাজু, সাজেদ সাজু, রিয়াজ হোসেন, গাজী মহসিন করিম’সহ আরও অনেকে।
সাতদিন/এমজেড