A PHP Error was encountered

Severity: Notice

Message: Trying to get property of non-object

Filename: models/sitemodel.php

Line Number: 273

মে দিবসে প্রতুল মুখোপাধ্যায়ের গান | সাতদিন

দুপুর ১২টা ২০ মি, ১ মে, এন টিভি

মে দিবসে প্রতুল মুখোপাধ্যায়ের গান

গণসঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের কথা এবং সুরে মে দিবসের গান নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। ১৮৮৬ সালে শ্রমিকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা দৈনিক ৮ ঘণ্টা কাজ এবং সাপ্তাহিক ছুটির দাবিতে আন্দোলন গড়ে তোলে। পহেলা মে ঐ মিছিলে আন্দোলনরত অবস্থায় অতর্কিত গুলিতে প্রাণ হারান কয়েকজন। সেই থেকে আজও দিনটিকে স্মরণ করা হয়। সারা বিশ্বে অত্যন্ত মর্যাদার সাথে ১লা পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস হিসেবে। দিবসটিকে নিয়ে রচিত হয়েছে শতশত গান।

প্রতুল মুখোপাধ্যায় সব গান মেহনতি মানুষের গান। মে দিবস নিয়ে তিনি লিখেছেন ও গেয়েছেন ‘বলো সাথী সবদিনই আমাদের পয়লা মে দুনিয়ার মজদুর এক হও এই ডাক শুনি যেদিন, সেদিনই মে দিন সাথী সেদিনই মে দিন'। ’আমি বাংলায় গান গাই এবং ডিঙা ভাসাও সাগরে, আলু বেচ ছোলা বেচ, ও ছোকরা চাঁদ, ও জোয়ান চাঁদ, ডিঙ্গা ভাসাও সাগরে সাথিরে......ইত্যাদি অনেক বিখ্যাত গানের রচয়িতা ও গায়ক প্রতুল মুখোপাধ্যায়।

১লা মে দুপুর ১২টা ২০ মিনিটে এন টিভিতে প্রচারিত হবে প্রতুলের গান অনুষ্ঠানটি।

১ মে ২০১৫