সন্ধ্যা ৬টা ৩০ মি, ২ মে, ডেইলি স্টার-বেঙ্গল আর্ট প্রিসিঙ্কট, ঢাকা

কান পুরস্কারজয়ী ইতালীয় চলচ্চিত্র

লে’ক্লিসে-এর প্রদর্শনী


বেঙ্গল সিনেমাথেক-এর উদ্যোগে ফার্ম গেইটে অবস্থিত ডেইলি স্টার-বেঙ্গল আর্ট প্রিসিঙ্কটে প্রদর্শিত হবে বিখ্যাত ইতালীয় নির্মাতা মিকাল্যাঞ্জেলো এন্টোনিওনি পরিচালিত চলচ্চিত্র ‘লে’ক্লিসে’। ১৯৬২ সালে নির্মিত ১২৬ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন অ্যালেইন ডেলন, মনিকা ভিট্টি, ফ্রান্সিস্কো র‍্যাদাল, লুইস সেইগনার’সহ আরও অনেকে। এক তরুণীকে কেন্দ্র করে এই চলচ্চিত্রের কাহিনী আবর্তিত হয় যে সদ্য তার পুরনো প্রেমিকের সাথে সম্পর্ক ছিন্ন করে এক আত্মবিশ্বাসী ও বাস্তববাদী শেয়ার বাজারের দালালের সাথে সম্পর্ক তৈরি করে। চলচ্চিত্রটি ১৯৬২ সালে কান চলচ্চিত্র উৎসবে ‘স্পেশাল জুরি প্রাইজ’ জয় করে এবং স্বর্ণপামের জন্য মনোনয়ন পায়। প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।


চলচ্চিত্র ‘লে’ক্লিসে’র মূল চরিত্র তরুণী ভিট্টোরিয়া রোম শহরের এক শহরতলীতে বসবাস করে। সম্প্রতি প্রেমিক রিকার্দো’র সাথে তার ছাড়াছাড়ি হয়েছে। এরপর হতাশা নিয়েই ভিট্টোরিয়া তার মাকে দেখতে ডাউন টাওনে যায়। তার মা ছিল শেয়ার ব্যবসায় আসক্ত। সেই সূত্রেই ভিট্টোরিয়ার সাথে পরিচয় হয় শেয়ার বাজারের দালাল পিয়েরো’র সাথে। তারা দুজনে সম্পর্কে আবধ্য হয় কিন্তু সেই সম্পর্ক দুজনের জন্যই হতাশা ব্যঞ্জক সমাপ্তি নিয়ে আসে।

উল্লেখ্য, বেঙ্গল সিনেমাথেক নিয়মিতভাবে দেশ-বিদেশের চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় ২ ও ৩ মে যথাক্রমে ইতালীয় চলচ্চিত্র ‘লে’ক্লিসে’ এবং যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র ‘দ্য থিন রেড লাইন’ প্রদর্শিত হবে।

সাতদিন/এমজেড

২ মে ২০১৫

মুভি

 >  Last ›