সন্ধ্যা ৬টা , ১ মে, দেশ টিভি
মহান মে দিবসে ‘‘মুক্তির শপথ”
অংশগ্রহণে: অভিনেতা মামুনুর রশিদ, বামপন্থী তাত্ত্বিক হায়দার আকবর খান রনো, গণসংগীত শিল্পী ফকির আলমগীর, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডাঃ ওয়াজেদুল ইসলাম এবং আবৃত্তি শিল্পী শিমুল মুস্তাফা
মহান মে দিবস উপলক্ষ্যে দেশ টিভিতে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘‘মুক্তির শপথ”। মে দিবসের আলোচনা, গান এবং কবিতা নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। এতে অংশগ্রহণ করবেন অভিনেতা মামুনুর রশিদ, বামপন্থী তাত্ত্বিক হায়দার আকবর খান রনো, গণসংগীত শিল্পী ফকির আলমগীর, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডাঃ ওয়াজেদুল ইসলাম এবং আবৃত্তি শিল্পী শিমুল মুস্তাফা। অনুষ্ঠানটি মে দিবস শুক্রবার দেশ টিভিতে সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে।