রাত ৯টা ৫০ মি, ২ মে ও সকাল ১১ টা ৩০ মি, ৩ মে, চ্যানেল আই
হৃদয়ে মাটি ও মানুষের
কৃষি বাজেট কৃষকের বাজেট
পরিকল্পনা ও পরিচালনা: শাইখ সিরাজ
কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের পরিকল্পনা ও পরিচালনায় এবার একাদশ বছরের মতো অনুষ্ঠিত হচ্ছে কৃষি বাজেট কৃষকের বাজেট। টাংগাইল ও পঞ্চগড়ের পর এবার খুলনার ফুলতলায় অনুষ্ঠিত হয়েছে এই আলোচনা। এতে অতিথি হিসেবে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি মাইক রবসন, খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদসহ জেলা পর্যায়ের কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, কৃষি বাজেট কৃষকের বাজেট শীর্ষক এই আলোচনার ভেতর দিয়ে উঠে আসা কৃষকদের দাবি, প্রত্যাশা ও চাহিদা সুপারিশ আকারে প্রদান করা হবে সরকারের কাছে। ২ মে, শনিবার রাত ৯টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে কৃষকদের নিয়ে প্রাক বাজেট আলোচনার অনুষ্ঠান ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’