সকাল ১১টা, ২ মে, দেশ টিভি
ক্যাকটাসের নাম বাঁশরী
রচনা: সাগর জাহান
পরিচালনা: রতন রিপন
অভিনয়: আনিসুর রহমান মিলন, মনিরা মিঠু, জাকিয়া বারী মম
নাটকের কাহিনীতে দেখা যাবে, হঠাত্ করে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় মিলন। দুশ্চিন্তায় পড়ে যায় বড় বোন মিঠু। মিলনকে খুঁজতে বের হয় রানা। হঠাত্ চমকে যায় মিঠু মিলনকে দেখে।
সকাল ১১টায় দেশটিভিতে প্রচার হবে নাটক ‘ক্যাকটাসের নাম বাঁশরী’। নাটকটি রচনা করেছেন সাগর জাহান। পরিচালনা করেছেন রতন রিপন। এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, মনিরা মিঠু, জাকিয়া বারী মম প্রমুখ।