বিকাল ৫টা ৩০ মি, ২ মে, এসএটিভি
বেলাশেষে’র অতিথি
কবি ও সিনিয়র সচিব কামাল চৌধুরী
প্রযোজনা: কাজী চপল
এসএ তেলিভিশনের সান্ধ্যকালিন আড্ডার অনুষ্ঠান ‘বেলাশেষে’র অতিথি হিসেবে থাকছেন কবি ও সিনিয়র সচিব কামাল চৌধুরী। ৭০-এর দশকে তিনি লেখালেখি শুরু করেন। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘মিছিলের সমান বয়সী’ প্রকাশিত হয় ১৯৮১ সালে। ২০১২ সালে তিনি সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। পেশাগত জীবনে তিনি একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। তিনি বাংলাদেশ সরকারের শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কাজী চপলের প্রযোজনায় ‘বেলাশেষে’ আনুষ্ঠানটি এসএ টেলিভিশনে নিয়মিত প্রচারিত হয় প্রতিদিন বিকাল ৫টা ৩০ মিনিটে।
সাতদিন/এমজেড