A PHP Error was encountered

Severity: Notice

Message: Trying to get property of non-object

Filename: models/sitemodel.php

Line Number: 273

মিউজিক ট্রেন-এ শশী | সাতদিন

রাত ৮টা, ২ মে ও সকাল ৮টা ১৫ মি, ৩ মে, বৈশাখী টেলিভিশন

মিউজিক ট্রেন-এ শশী

প্রযোজনা: এস আর রোমেল
উপস্থাপনা: অর্নিক


গান নিয়ে সরাসরি আড্ডার অনুষ্ঠান ‘মিউজিক ট্রেন’। প্রতিটি পর্বে এ প্রজন্মের একজন করে সঙ্গীতশিল্পী উপস্থিত থাকেন। মিউজিক ট্রেন এ আজকের অতিথি জনপ্রিয় কণ্ঠশিল্পী শশী। গানের প্রতিযোগিতা ক্লোজ আপ ওয়ান-এ অংশ নেওয়ার মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। একক ‘শহরজুড়ে শশীর গান’ ও আসিফের সঙ্গে দ্বৈত অ্যালবাম ‘বেদনার আলপিন’সহ বেশ কয়েকটি অ্যালবামে গান গেয়ে বেশ সুনাম কুড়িয়েছেন তিনি।


এস আর রোমেল-এর প্রযোজনায় আনুষ্ঠানটি উপস্থাপনা করছেন অর্নিক।

সাতদিন/এমজেড

৩ মে ২০১৫