সন্ধ্যা ৭টা, ৩ মে, ইএমকে সেন্টার, ঢাকা
আন্তর্জাতিক জাজ ডে উপলক্ষে জাজ মিউজিক কনসার্ট
আন্তর্জাতিক জাজ ডে উপলক্ষে ইএমকে সেন্টার ও ঢাকাস্থ নেদারল্যান্ড দূতাবাসের উদ্যোগে এক জাজ সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়েছে। ঢাকার ধানমণ্ডিতে অবস্থিত ইএমকে সেন্টারে অনুষ্ঠিতব্য এই সংগীতসন্ধ্যায় দ্বৈত-সংগীত পরিবেশন করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ট্রাম্পেট বাদক সাস্কিয়া লারু এবং খ্যাতিমান পিয়ানো বাদক ও কন্ঠশিল্পী ওয়ারেন বায়ার্ড। ১০০ টাকার টিকেটের বিনিময়ে যে কেউ অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। অনুষ্ঠানের আগে ইএমকে সেন্টারে টিকেট পাওয়া যাবে।
সাস্কিয়া লারো ১৯৫৯ সালে নেদারল্যান্ডের আমস্টারডমে জন্মগ্রহন করেন। বিশ্বের অল্প কজন খ্যাতিমান নারী ট্রাম্পেট বাদকের মধ্যে তিনি একজন। ৮ বছর বয়সে ট্রাম্পেট বাজানো শিখতে শুরু করেন এই নারী শিল্পী। তিনি তাঁর শিল্প মাধ্যমে এনেছেন নতুনত্ব।
অপরদিকে ওয়ারেন বায়ার্ডও আমস্টারডমে জন্মগ্রহনকারী এক বিখ্যাত জাজ-সংগীত-শিল্পী। তিনি একাধারে পিয়ানো বাদক, কন্ঠশিল্পী এবং সংগীত পরিচালক। সাস্কিয়া লারো’র সাথে দ্বৈত সংগীত পরিবেশন করে তিনি ইতোমধ্যে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছেন। তাঁরা দুজন দীর্ঘ দিন এক সাথে কাজ করে যাচ্ছেন।
সাতদিন/এমজেড