সুপারহিরো ফিল্ম

এভেঞ্জার্স: এইজ অফ আল্ট্রন

পরিচালনা: জোস হোয়েডন
অভিনয়: রবার্ট ডাউনি জুনিয়র, স্কার্লেট জোহানসন, স্যামুয়েল এল জ্যাকসন

বিখ্যাত কমিকস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘এভেঞ্জারস’-এর সেকুয়েল হিসেবে নির্মিত হয়েছে ‘এভেঞ্জার্স: এইজ অফ আল্ট্রন’। চলচ্চিত্রে দেখা যায়, আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা, থর, দ্য ইনক্রেডিবল হাল্ক, ব্ল্যাক উইডো এবং হওকি’র মত সুপার হিরোদের নিয়ে গঠিত দল এভেঞ্জার্স। তারা সব সময় অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে এসেছে। এবারের সেকুয়েলে আল্ট্রন নামের এক শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হয় এই দলটি।

জোস হোয়েডন নির্মিত এই চলচ্চিত্রটি মুক্তি পায় ১ মে ২০১৫ তারিখে। ১৪১ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র, স্কার্লেট জোহানসন, ক্রিস হেমসওয়র্দ, স্যামুয়েল এল জ্যাকসন, ইদ্রিস এলবা’সহ আরও অনেকে।

প্রদর্শনীর সূচি:

স্টার সিনেপ্লেক্স-  সন্ধ্যা ৭:২০

যোগাযোগ:

স্টার সিনেপ্লেক্স
ফোন নাম্বার: ৯১৩৮২৬০, ৯১৩৪০৯৮, ৯১৪০৮১৯
ই-মেইল: customerservices@cineplexbd.com


সাতদিন/এমজেড

২৭ জুন ২০১৫

মুভি

 >  Last ›