রাত ৮টা, ৩ মে, মোহনা টেলিভিশন

ভালো আছি ভাল থেকো'র অতিথি

অভিনেতা আরিফ মাহবুব তমাল

উপস্থাপনা: তন্ময়া তানিয়া
প্রযোজনা: মোস্তাফিজুর রহমান সুমন


মোহনা টিভিতে প্রচার হচ্ছে জনপ্রিয় সেলিব্রেটিদের নিয়ে সরাসরি আড্ডার অনুষ্ঠান ‘মমতাজ মেহেদি ভালো আছি ভাল থাকো’। অনুষ্ঠানে একজন জনপ্রিয় সেলিব্রেটিকে অতিথি হিসেবে আমন্ত্রন জানানো হয়। অনুষ্ঠানে গল্প ও আড্ডায় অতিথির জীবনের জানা অজানা নানা বিষয়ে আলাপ হয়। আজকের অতিথি জনপ্রিয় অভিনেতা ‘আরিফ মাহবুব তমাল। আজকের অনুষ্ঠানে মিঠু জানাবেন তার অভিনয় জীবনের কিছু স্মরনীয় ঘটনা।দশর্কদের সাথে সরাসরি কথা বলবেন মোহনা টেলিভিশনের স্টুডিও থেকে।শেয়ার করবেন তার জীবনের সফলতা, স্মরনীয় ঘটনা, জানা অজানা নানা বিষয়।

মোস্তাফিজুর রহমান সুমন এর প্রযোজনায় ও তন্ময়া তানিয়ার উপস্থাপনায় সপ্তাহের শনি থেকে সোমবার নিয়মিত ভাবে রাত ৮টায় মোহনা টিভিতে সরাসরি সম্প্রচারিত হয় ভালো 'আছি ভাল থেকো।

৩ মে ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›