বিকাল ৫টা ৩০ মি, ৩ মে, এসএ টিভি

বেলাশেষে’র অতিথি

কন্ঠশিল্পী বুশরা জাবিন

উপস্থাপনা: এলিনা শাম্মী
প্রযোজনা: কাজী চপল


সংগীত জগতের নতুন তারকা বুশরা জাবিন-এর প্রথম অ্যালবাম 'বুশরা সিজন ওয়ান' প্রকাশিত হয়েছে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে। সাংস্কৃতিক পরিবারে বেড়ে ওঠা বুশরা ঝংকার ললিতকলা একাডেমিতে চার বছরের কোর্স করে উচ্চাঙ্গসংগীত ও আধুনিক গান শিখেছেন ওস্তাদ ফয়সাল ইসলামের কাছে। এরপর বিপ্লব দে’র কাছে রবীন্দ্রসংগীত ও উচ্চাঙ্গসংগীত এবং প্রিয়া স্বপ্নার কাছে নজরুলসংগীত ও উচ্চাঙ্গসংগীতে তালিম নেন। এখন নিজেই পশ্চিমা উচ্চাঙ্গসংগীত ও অপেরা চর্চা করছেন।


বুশরা জাবিনকে দেখা যাবে এসএ টেলিভিশনের নিয়মিত আড্ডা-আলোচনার অনুষ্ঠান ‘বেলাশেষে’র অতিথি হিসেবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন এলিনা শাম্মী। কাজী চপলের প্রযোজনায় অনুষ্ঠানটি নিয়মিত প্রচারিত হয় প্রতিদিন বিকাল ৫টা ৩০ মিনিটে।

সাতদিন/এমজেড

৩ মে ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›