রাত ৯টা ৩০মি, ৩ মে, জলসা মুভিজ

শিশুতোষ চলচ্চিত্র

গুপি গাইন বাঘা বাইন

পরিচালনা: সত্যজিৎ রায়
অভিনয়: তপেন চট্টোপাধ্যায়, রবি ঘোষ, সন্তোষ দত্ত

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী’র শিশুতোষ গল্প অবলম্বনে সত্যজিৎ রায় ‘গুপী গাইন বাঘা বাইন’ চলচ্চিত্রটি নির্মাণ করেন ১৯৬৮ সালে। ১২০ মিনিট দৈর্ঘ্যের শিশুতোষ এই চলচ্চিত্রটির প্রধান দুই চরিত্র গুপী এবং বাঘা। গুপী একজন ব্যর্থ গায়ক এবং বাঘা একজন ব্যর্থ ঢুলী।

গুপী ও বাঘা গ্রাম থেকে বিতাড়িত হয়ে যখন বনে বাদাড়ে ঘুরে বেরাচ্ছিল তখন তাদের মধ্যে দেখা হয়ে যায়। ঘটনা ক্রমে তারা ভূতের রাজার দেখা পায় যে তাদেরকে তিনটি বর দান করে। প্রথম বরে তারা যখন ইচ্ছে মনোমতো খাবার পেতে সমর্থ হয়; দ্বিতীয় বরে দু-জোড়া জুতো ও দু-জনের হাতে হাতে তালি দিয়ে দেশবিদেশ ঘোরার ক্ষমতা পায় ও তৃতীয় বরে তাদের সঙ্গীত প্রতিভা উন্নতি করে ও লোককে গান শুনিয়ে অবশ করে দেওয়ার ক্ষমতা পায় তারা। এরপর তারা শুণ্ডি রাজ্যে গিয়ে উপস্থিত হয় যেখানে জড়িয়ে পরে এক অ্যাডভেঞ্চারে।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন তপেন চট্টোপাধ্যায়, রবি ঘোষ, সন্তোষ দত্ত, হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জহর রায়, শান্তি চট্টোপাধ্যায়। এতে গুপী গাইনের গানে কন্ঠ দিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী অনুপ ঘোষাল।

সাতদিন/এমজেড

৩ মে ২০১৫

মুভি

 >  Last ›