রাত ৮ টা ৩০ মি, ৩ মে, জি-বাংলা
ভারতীয় বাংলা সিনেমা
কাদের কূলের বউ
পরিচালনা: সৌভিক কুণ্ডু
অভিনয়: কণিকা ব্যানার্জি, অরিন্দম শীল, শংকর দেবনাথ
সৌভিক কুণ্ডু পরিচালিত চলচ্চিত্র ‘কাদের কূলের বউ’ দর্শকদের উদ্দেশ্যে পরিবর্তণের বার্তা ছুঁড়ে দেয়। এতে দেখানো হয় ক্ষমতা যখন পুরুষের কাছ থেকে নারীর কাছে চলে আসে তখন কি ঘটতে পারে। প্রধান নারী চরিত্রটি যেন বলতে চায় ‘এখনই সময় পুরুষের সাথে তাল মিলিয়ে পথ চলার’।
চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেছেন অংশুমান চক্রবর্তী ও সৌভিক কুণ্ডু। এতে অভিনয় করেছেন কণিকা ব্যানার্জি, অরিন্দম শীল, শংকর দেবনাথ’সহ আরও অনেকে।
সাতদিন/এমজেড