দুপুর ১টা ৪০ মি, ৭ মে,, এন টিভি
গীতিময়-এ সুরকার আলী আকবর রুপু
গান গাইবেন সিঁথি সাহা ও রাজু
উপস্থাপনা: বাপ্পা মজুমদার
প্রযোজনা: হাসান ইউসুফ খান
বাংলাদেশের প্রখ্যাত গীতিকার ও সুরকারদের সৃষ্ট কালজয়ী গানগুলো থেকে নির্বাচিত গান নিয়ে 'গীতিময়' অনুষ্ঠানটি নির্মাণ করা হয়েছে। হাসান ইউসুফ খানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন বাপ্পা মজুমদার। অনুষ্ঠানের এ পর্বের আমন্ত্রিত অতিথি সুরকার আলী আকবর রুপু। তাঁর পছন্দের গান পরিবেশন করবেন শিল্পী সিঁথি সাহা ও রাজু।
নতুন প্রজন্মের শিল্পী ও মিউজিশিয়ানদের উপস্থাপনায় নতুনভাবে সুরকার আলী আকবর রুপুর পছন্দের গানগুলি সরাসরি ষ্টুডিওতে ধারন করা হবে, যেখানে একি সেটে তিনি উপস্থিত থাকবেন। গান চলার ফাঁকে ফাঁকে গীতিকার, সুরকারের সাথে আলাপচারিতায় বেরিয়ে আসবে ঐ গানের বৈশিষ্ট্য। পরবর্তী পর্যায়ে প্রখ্যাত গীতিকার, সুরকারদের গানও পরিবেশন করা হবে বিভিন্ন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও শিল্পীদের উপস্থিতিতে।