সকাল ১০টা ২০ মি, ৪ মে, বৈশাখী টেলিভিশন
আলাপ-এর অতিথি
সংগীতশিল্পী পলাশ
প্রযোজনা: পলাশ মাহবুব
উপস্থাপনা: শান্তা
বৈশাখী টেলিভিশনের নিয়মিত আড্ডা-আলোচনার অনুষ্ঠান ‘আলাপ’-এর অতিথি হয়ে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী পলাশ। পলাশের ২০০টির মতো অ্যালবাম রয়েছে বাজারে যার মধ্যে ৩৪টি একক অ্যালবাম, ১০০টির মতো রিমিক্স অ্যালবাম এবং বাকিগুলো দ্বৈত ও মিশ্র অ্যালবাম। ৫০০টির মতো চলচ্চিত্রে প্লে-ব্যাক করেছেন।
‘আলাপ’-এ তিনি জানাচ্ছেন তাঁর জীবনের স্মৃতিময় ঘটনা, বর্তমান ব্যস্ততা ও ভবিষ্যত পরিকল্পনার কথা। পলাশ মাহবুবের প্রযোজনায় ‘আলাপ’ অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনে প্রচারিত হয় সপ্তাহের প্রতি রবি থেকে বৃহষ্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে।
সাতদিন/এমজেড