বিকাল ৫টা ৩০ মি, ৪ মে, এসএটিভি
বেলাশেষে’র অতিথি
সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব করভী মিজান
উপস্থাপনা: ত্রয়ী শাহাদাত
প্রযোজনা: কাজী চপল
এসএ টেলিভিশনের সান্ধ্যকালিন আড্ডার অনুষ্ঠান ‘বেলাশেষে’র এবারের অতিথি করভী মিজান। সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব হিসেবেই তিনি বেশি পরিচিত। তবে তিনি অভিনয়ও করেছেন বিভিন্ন সময়। বর্তমানে ‘স্টাইল ওয়াচ’ নামের একটি ম্যাগাজিন সম্পাদনা করছেন তিনি। পাশাপাশি কাজ করছেন একজন ফ্রল্যান্স সাংবাদিক ও অভিনয়শিল্পী হিসেবে।
কাজী চপলের প্রযোজনায় ‘বেলাশেষে’ অনুষ্ঠানটি এসএ টেলিভিশনে প্রচারিত হয় প্রতিদিন বিকাল ৫টা ৩০ মিনিটে। অনুষ্ঠানের এবারের পর্ব সঞ্চালনা করেছেন ত্রয়ী শাহাদাত।
সাতদিন/এমজেড