রাত ১০টা, ৪ মে, ও সকাল ৮টা ৩০ মি, ৫ মে, এশিয়ান টিভি
ইয়ং স্টার-এ
সালমা এবং পুলক
উপস্থাপনা: দেবাশিষ বিশ্বাস
প্রযোজনা: ইমরান আলি
এশিয়ান টিভির সেলিব্রেটদের নিয়ে আড্ডা অনুষ্ঠান 'ইয়ং স্টার'। সাপ্তাহিক এ আড্ডানুষ্ঠানের প্রতিটি পর্বে দুজন তারকাকে আমন্ত্রণ জানানো হয়। এবারের পর্বে অতিথি হয়ে আসছেন ক্লোজ আপ ওয়ান তারকা সালমা ও পুলক। তাদের সঙ্গে উপস্থাপক হিসেবে থাকবেন দেবাশিষ বিশ্বাস।
২০০৬ সালে ক্লোজআপ ওয়ানখ্যাত তারকা পুলক অধিকারী।। তিনি সুফি ঘরানার জনপ্রিয় শিল্পী। তার গানের হাতেখড়ি বাবার কাছে। ২০১১ সালে প্রকাশ পায় পুলকের প্রথম একক অ্যালবাম - যাযাবর। সুফি ঘরানার শিল্পী হলেও প্লেব্যাক নিয়ে ব্যাস্ত আছেন। সংগীত পরিচালক শওকত আলী ইমনের হাত ধরে চলচ্চিত্র প্লেব্যাক শুরু পুলকের।
মাত্র ১৩ বছর বয়সে রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ান- তোমাকেই খুঁজছে বাংলাদেশ-২০০৬ প্রতিযোগীতায় বিজয়ীর মুকুট অর্জন করেন সালমা আক্তার। সালমা কুষ্টিয়ার একটি ছোট্ট গ্রামের সাধারণ পরিবারের সাধারণ মেয়ে।
ছোটবেলা থেকেই গানের সঙ্গে তার সখ্য। যখন ভালোমতো কথা বলতেও শেখেননি, তখন থেকেই গানের চর্চা শুরু করেন তিনি। কুষ্টিয়ার মেয়ে সালমা বড় হয়েছেন লালনের গান গেয়েই। ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতাতেও তার কণ্ঠে লালনের গান দর্শকদের বিমোহিত করেছিল। ফোক ধাঁচের গানের প্রতি অসম্ভব ভালো দখলের কারণেই ক্লোজআপ ওয়ানের মুকুট জয় করে নেন শিল্পী। এখন পর্যন্ত ৭টি একক অ্যালবাম সহ মোট ১১টি অ্যালবাম প্রকাশ হয়েছে তাঁর।
ইমরান আলির প্রযোজনায় ইয়ং স্টার প্রচারিত হবে সোমবার রাত ১০ টায় এবং পুনঃপ্রচার করা হবে পরদিন সকাল ৮টা ৩০ মিনিটে এশিয়ান টিভিতে।