আন্তর্জাতিক বাউল ফিউশন ফেস্টিভ্যালে
যাযাবর ব্যান্ডের ভোকালিস্ট ক্যাপ্টেন
আগামী ২৭ মে ভারতে এবং ৫ জুলাই লন্ডনে বসছে আন্তর্জাতিক বাউল ফিউশন ফেস্টিভ্যাল। এই উৎসবে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় ব্যান্ড যাযাবরের প্রধান কন্ঠশিল্পী ক্যাপ্টেন। ভারতে অনুষ্ঠিতব্য উৎসবে অংশগ্রহনের উদ্দেশ্যে ২৫ মে ঢাকা ছাড়বেন বলে জানিয়েছেন ক্যাপ্টেন। এই উৎসবে অংশ নিবেন বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, মালদ্বীপ, মিসর, ইরান, দক্ষিণ আফ্রিকা’সহ বিভিন্ন দেশের শিল্পীবৃন্দ।
ভারতে অনুষ্ঠিতব্য উৎসবটিতে শান্তিনিকেতনের স্টুডিও অডিটরিয়ামে ক্যাপ্টেন গাইবেন লালনের বিখ্যাত গান ‘যেখানে সাঁইর বারামখানা’। অপর অনুষ্ঠানটি লন্ডনের সেঞ্চুরি অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। এতে তিনি ‘লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে’ শিরোনামের গানটি গাইবেন।
উল্লেখ্য, ২০১১ সালে পথ চলা শুরু হয় যাযাবর ব্যান্ডের। অল্প সময়ের মধ্যে ব্যান্ডটি জনপ্রিয়তা অর্জন করে। গতবছর ঈদ-উল-আজহা’র সময় প্রকাশিত হয়েছিল যাযাবরের প্রথম অ্যালবাম ‘বিশ্বাসের একটি ব্যপার’।
সাতদিন/এমজেড