সন্ধ্যা ৬টা ৩০ মি, ৪ মে, একুশে টেলিভিশন

দেশজুড়ে ৬৯৬তম পর্ব

প্রযোজক : সাখাওয়াৎ লিটন ও মানিক শিকদার
সঞ্চালক : জুলিয়া ইসলাম শিশির

প্রাকৃতিক সম্পদ, রূপ বৈচিত্র্য আর জনসম্পদের দেশ বাংলাদেশ। বিভিন্ন প্রতিকুলতার বিরুদ্ধে অবিরত যুদ্ধ করে সাফল্যের পথে এগিয়ে চলছে এদেশের মানুষ। আর দেশজুড়ে দল সেই সব গণ মানুষের কথা তুলে ধরছে সব সময়। সাফল্য-ব্যর্থতা, ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতির পাশাপাশি মানুষের হাসি-কান্নার চিত্র ফুটে ওঠে দেশজুড়ে অনুষ্ঠানে।

আজকের আয়োজনে থাকছে উপকূলীয় জেলা বরগুনার পাথরঘাটা উপজেলার পানি সমস্যা নিয়ে মূল প্রতিবেদন। এ ছাড়া থাকছে হবিগঞ্জের রশিদপুর হাইড্রোকার্বণ প্রক্রিয়াকরন প্লান্টের কার্যক্রম এবং রাজশাহীতে কাগজের ব্যাগ তৈরীর সাথে জড়িতদের জীবন নিয়ে প্রতিবেদন। আরও থাকছে ব্রাহ্মণবাড়িয়ার মহিউদ্দিনের কবুতরের খামার নিয়ে প্রতিবেদন। সবশেষে প্রচারিত হবে মৌলভিবাজারের স্থানীয় শিল্পীর পরিবেশনায় একটি ভক্তিমুলক গান।

সাতদিন/এমজেড

৪ মে ২০১৫

ডকুমেন্টারি

 >  Last ›