বিকাল ৩টা ৫ মি, ৪ মে, চ্যানেল আই

বাংলায় ডাব করা ইংরেজি সিনেমা

জনি মেমনিক

পরিচালনা: রবার্ট লঙ্গো
অভিনয়: কিয়ানু রিভস, ডলফ লান্ডগ্রেন, ডিনা মেয়ার

বৈজ্ঞানিক কল্পকাহিনী অবলম্বনে নির্মিত একশনধর্মী চলচ্চিত্র ‘জনি মেমরিক’ মুক্তি পায় ১৯৯৫ সালে। লচ্চিত্রের মূল চরিত্র জনি একজন ডাটা কেরিয়ার বা বাহক যে তার মাথার ভিতরে গোপন ডাটা বহন করছে। শত্রুপক্ষ এই ডাটা নিতে মরিয়া হয়ে উঠেছে। অপরদিকে জনিকে তার মৃত্যুর আগে এই ডাটা যথাস্থানে পৌঁছে দিতে হবে। না হলে ভয়াবহ বিপদের আশংকা রয়েছে।

রবার্ট লঙ্গো পরিচালিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন কিয়ানু রিভস, ডলফ লান্ডগ্রেন, ডিনা মেয়ার’সহ আরও অনেকে।

সাতদিন/এমজেড

৪ মে ২০১৫

মুভি

 >  Last ›