রাত ৮টা, ৫ মে, গাজী টিভি
ভালোবাসি গানে' সুমী শবনম
উপস্থাপনা: লিজা
প্রযোজনা: শ্যামলী রানী সরকার
জিটিভির নিয়মিত অনুষ্ঠান ভালোবাসি গান। অনুষ্ঠানে দুজন শিল্পী তাদের নিজেদের ৫টি গান পরিবেশন করে থাকেন। চারটি একক এবং একটি দ্বৈত গান। থাকে গানের পেচনের গল্প এবং আড্ডা। ভালোবাসি গানের এবারের পর্বে অতিথি হয়ে শোনাবেন এই প্রজন্মের জনপ্রিয় দুই তরুন শিল্পী সুমী শবনম ও সুমন।
২০১০ সালে একুশে টেলিভিশনে প্রচারিত ধারাবাহিক নাটক ‘ললিতা’র আবহ সংগীতে কন্ঠ দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন সুমী শবনম। তবে গানের জগতে তাঁর পথ চলা তারও অনেক আগে থেকে। তাঁর প্রথম একক অ্যালবাম ‘চশমা কিনে দে’ বাজারে আসে ২০০১ সালে। লোকজ আমেজের গান গাইতেই বেশি সাচ্ছন্দ বোধ করেন তিনি।
শ্যামলী রানী সরকারের প্রযোজনায় ও কন্ঠশিল্পী লিজার উপস্থাপনায় অনুষ্ঠানটি মঙ্গলবার রাত ৮টা জিটিভিতে প্রচার হবে।