সকাল ৮টা, ৫ মে, মোহনা টিভি
মোহনার সকালে রবীন্দ্র জন্মজয়ন্তী
আজকের শিল্পী সাজিদ আকবর
মোহনা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘আজমেরী জেমস মোহনার সকাল’। রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানটিতে প্রচারিত হচ্ছে বিশেষ পর্ব। গত ৩ মে থেকে শুরু হওয়া বিশেষ পর্বে প্রতিদিন সংগীত পরিবেশন করছেন দেশ বরেণ্য রবীন্দ্রসংগীতের শিল্পীবৃন্দ।
এই আয়োজনের অংশ হিসেবে পর্যয়ক্রমে রবীন্দ্রসংগীত পরিবেশন করছেন আব্দুল ওয়াদুদ, সাজিদ আকবর, গোলাম হায়দার, আমেনা হক, সালমা আকবর, পীযূষ বড়ূয়া ও তানজিনা তমা। আগামী ৮ মে পর্যন্ত পর্বগুলো প্রচারিত হবে।
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এ. বাবুল। উপস্থাপনায় থাকছেন সায়মা আফরোজ।
সাতদিন/এমজেড